
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের চিলমারীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার তাৎপর্য ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিক।
মইনুল ইসলাম মানিক বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের জন্য ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]