
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ জন অসুস্থ অবস্থায় আশঙ্কাজনক চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) ভোর ৫ টায় বিজয়নগর উপজেলার ইচ্ছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭৫) ও সুধাংশু দাস এর ছেলে সৌরভ দাস (২৩)।
আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে, একই এলাকার মদ্যপানে নিহত শ্রীনিবাসের ছেলে অজিত মালাকার (৩৫), সুভাষ মালাকারের ছেলে সুমন মালাকার (৩০) ও শংকর মালাকারের ছেলে ঝন্টু মালাকার (৪৫)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২রা অক্টোবর দুর্গাপূজার উৎসবে দশমী রাত্রে তারা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থা ধারণ করে। দুইদিন অতিবাহিত হওয়ার পর শারীরিক অবস্থা বেগতিক দেখে তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
উভয় পরিবারের দাবি নেশা গ্রহণ করেনি, স্বাভাবিকভাবে স্টক করে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যালকোহল জাতীয় পানীয় পান করেছিল। তবে, মেডিক্যাল রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]