
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি লাগেজ ভ্যান থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস, ৩৩৭ কেজি ফুচকা। এসব পণ্যের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
আখাউড়া রেলওয়ে থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প এবং আখাউড়া রেলওয়ে থালা পুলিশ এক যৌথ বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব পণ্যের মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]