
লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাসায় আবারও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন।
১ অক্টোবর, বুধবার বিকেলের দিকে লক্ষ্মীপুর শহরের উত্তর তেহমনী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ৪ আগস্ট পাঁচতলা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বিক্ষুব্ধ লোকজন উত্তর তেহমনী এলাকায় জড়ো হয়ে সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর ওই পরিত্যক্ত বাড়ির নিচতলার অংশে আগুন দেয়।
মেহেদী হাসান নামে স্থানীয় এক যুবক বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা যেখানে আছে, সেই সব বাড়িঘর ধ্বংস করা হবে। তারা যদি আবার ফিরে আসে, আমরা তাদের প্রতিহত করব। কাউকে ফিরে আসার সুযোগ দেওয়া হবে না।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িটি ৪ আগস্টে পোড়ানো হয়েছিল ফলে বাড়ির অবকাঠামোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত। আজ আবার সেখানে আগুন ধরানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত শুরু করেছি।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে তদন্ত ও জড়িতদের শনাক্তে কাজ করছে। ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ যাচাই করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী আরও সাক্ষ্য সংগ্রহ করা হচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]