পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে নিখোঁজ আল আমিনের পরিবারের পাশে এনসিপি নেতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:০২
পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে নিখোঁজ আল আমিনের পরিবারের পাশে এনসিপি নেতা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিখোঁজ হওয়া আল আমিনের পরিবারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পাটি এনসিপি নেতা বোদা উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির আসাদ। এসময় নিখোঁজ আল আমিনের ৪ বছরের শিশু কণ্যার হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।


সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলা হাফিজা্বাদ ইউনিয়নে আমবাড়ি এলাকায় নিখোঁজ হওয়া আল আমিনের শ্বশুরবাড়িতে থাকা স্ত্রী সুমি আক্তার ও মেয়ে আশা মনি'র (৪) সাথে দেখা করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।


এ সময় তিনি বলেন, নিখোঁজ আল আমিন ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ প্রমাণ করছে, ২০২৪ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী আত্মনির্ভরশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা।


নিখোঁজ আল আমিন(২১)পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক। গত ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। দিন অতিবাহিত হওয়া রাতে বাড়ি না ফিরলে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে তার খোঁজ খবর না পেয়ে গেল বছর ১৪ আগস্ট থানায় সাধারণ ডায়েরিও করেন তার পরিবার।


এদিকে নিখোজ আল আমিনের শ্বশুর মকছেদুল আলম ও শ্বাশুড়ি মর্জিনা বেগম বলেন,আমরা গরীব অসহায় মানুষের জমিতে কাজ করে কোন রকমে দিনযাপন করি,তারপরে আমার মেয়েকে দেখাশুনা করতে হয়।সরকারে কাছে আমাদের দাবী আমার মেয়েকে আর্থিক সহায়তা করলে আমার মেয়ে একবেলা হলেও খেয়ে পড়ে চলতে পারবে।


এসময় নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, গত ৫ আগস্ট থেকে নিখোঁজ হয় আমার স্বামী। এখন পর্যন্ত ১৩ মাস হলো আমার স্বামীর কোন খোঁজখবর পাওয়া গেল না।বারবার প্রশাসনের কাছে গেছি কোন পদক্ষেপ নিচ্ছে না। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছেন আমি আন্দোলনে গেলাম। আর সে বাড়িতে ফেরৎ আসলো না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া গেল না। আমি আমার মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আছি। অনেক কষ্টে দিনযাপন করতে করছি।


এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com