
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দূর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]