হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯
হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাকিমপুর পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় হাকিমপুর পৌর বিএনপির আয়োজনে হিলি বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের চারমাথা মোড়ে এসে শেষ হয়।


বিক্ষোভ মিছিলে পৌর যুবদলের সদ্য বহিস্কৃত সদস্য রিপন ও তার লোকজন কতৃক পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। সেই সাথে স্থানীয় প্রশাসনকে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।


হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, কামাল হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, যুগ্ম আহবায়ক আরমান আলী প্রধান, পৌর কৃষক দলের সভাপতি বিপ্লব হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আসলাম আলী বাবু সহ অনেকে।


এসময় হাকিমপুর পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা অভিযোগ করে বলেন, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে হিলি চারমাথা মোড়ে আমি আমার অফিসে ছিলাম। হঠাৎ পৌর যুবদলের সদ্য বহিস্কৃত সদস্য রিপন ও তার লোকজন এসে আমাকে এলোপাতাড়ি মারপিট করে এবং আমার বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়।পরে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে আমি চিকিৎসা গ্রহণ করি। আমি হাকিমপুর পৌর বিএনপির নিকট এঘটনার সুষ্ঠ বিচার চাই।


বিক্ষোভ মিছিলে নেতারা বলেন, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা সরকার এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হাকিমপুর পৌর বিএনপির নেতা কর্মীরা সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য স্থানীয় প্রশাসনকে আলটিমেটাম দেন নেতারা।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com