
দিনাজপুরের ঘোড়াঘাটে একযোগে বিএনপিতে যোগ দিলেন ৩ ইউনিয়ন পরিষদের সদস্য।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে দূর্গাপূজা উপলক্ষে আয়োজিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের কাছে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারী ইউপি সদস্যরা হলেন— সিংড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ওহিদুরজ্জামান জামান বাবু, ৩নং ওয়ার্ড সদস্য সোনামিয়া মোল্লা এবং ৮নং ওয়ার্ড সদস্য মফিজুল হক।
যোগদান করা ইউপি সদস্য ওহিদুজ্জামান বাবু জানান, তিনি পূর্বে সিংড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দলের সাথে যোগাযোগ না থাকায় বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, আমার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব। আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সর্বাত্মক চেষ্টা করব।
এ বিষয়ে সিংড়া ইউনিয়ন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী দাবি করেন, ওহিদুজ্জামান বাবুকে প্রায় এক দশক আগে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]