
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্ত্রীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল উদ্দীন (৩৬) জামায়াত কর্মী নন। বরং স্ত্রীকে ভরণ পোষণ না দেওয়ায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন তার স্ত্রীর এক নানী। সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে জেলার তেঁতুলিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর নামে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দীনকে ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া, ওই নারীর সাথে জামালের স্থানীয় মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে। পরে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিডের মাধ্যমে বিয়ে রেজিষ্ট্রেশন করা হয়। গত এক বছর ধরে স্ত্রীর ভরণ পোষণ না দেয়ায় একটি ধর্ষণ মামলা করেন জামালের স্ত্রীর এক নানী।
তবে জামালকে গ্রেপ্তারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী। যা সব সবৈর্ব মিথ্যা ও বানোয়াট। মূলত জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর সংগঠনের কর্মী হয়। পরে তার চারিত্রিক নানা সমস্যার কারণে চলতি বছরের ২২ জুন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তার সাথে জামায়াতে ইসলামের কোন সম্পর্ক নেই। সংঘটিত ঘটনার প্রকৃত সত্য উদঘাটন না করে শোনা কথার উপর বিশ্বাস করে কোন সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী।
তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজ নিজ সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদটি প্রচার করবেন। ভবিষ্যতে সংগঠনের নাম জড়িয়ে কোন সংবাদ পরিবেশনের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা পরিবেশন করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করি।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, জেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/গোফরান/বিপ্লব
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]