নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৮
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় দু'জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শহরের জগৎ বাজারে গোপন সূত্রের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে মেসার্স সাইফুল ইসলাম (প্রো: মো নাজমুল হক) সার বিক্রয়ের প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদনহীন ও বেশি দামে বিক্রি হচ্ছিল। টিএসপি সরকারি সার যার সরকার নির্ধারিত মূল্য কেজি প্রতি ২১ টাকা। বিক্রয় করা হচ্ছিল ৫০ টাকা দরে। ২৭ টাকা কেজি দরের ইউরিয়া ৩৬ টাকা দরে এবং ২০ টাকা দরের এমওপি সার ২৫ টাকা দরে বিক্রয় করছিল।


অভিযানে সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রয়ের কোন লাইসেন্স ছিল না। এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।


অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া (ডিলার) (প্রো: রুহুল আমিন ভূঁইয়া) অনুমোদনহীন প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলাম এর নিকট সরকারি সার বিক্রয়ের অপরাধে মেসার্স রুহুল আমিন ভূঁইয়া প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।


প্রতিষ্ঠান দুটি দোষ স্বীকার করে স্বাক্ষ্য প্রদান করেছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড হতে বিরত থাকবে মর্মে সাক্ষ্য দিয়েছে।


এ সময় ব্যবসায়ীগণকে সরকার প্রচলিত আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com