চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে অবরোধ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়কের চন্দনাইশ অংশে ঘণ্টাব্যাপী অবরোধ করা হয়৷ এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


মানববন্ধন বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটিতে প্রায় প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। অপ্রশস্ত এই সড়কটি ৬ লেন করার দাবি দীর্ঘদিনের। বারবার আশ্বাস মিললেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।


ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


উল্লেখ্য, গত সোমবার চন্দনাইশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। একই সপ্তাহে পটিয়া ও লোহাগাড়ায় বাসচাপায় দুইজনের মৃত্যু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com