
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বিগহেড মাছ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খাগালিয়া এলাকার মেঘনা ও তিতাসের মোহনায় জেলেদের জালে মাছটি ধরা পড়ে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৩৫০ টাকা কেজি দরে মাছটি স্থানীয় আড়তে বিক্রি হয়েছে।
আড়তদার রঞ্জিত দাস জানান, মঙ্গলবার গভীর রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে বিগহেড মাছটি আড়তে নিয়ে আসা হয়। এরপর ৩৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]