মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে যান তিনি।


এ মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য দেয়ার কথা ছিল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)। ওইদিন তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন। তবে মাহমুদুর রহমানকে স্টেট ডিফেন্স আইনজীবীর জেরা শেষ না হওয়ায় নাহিদের সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি।


আজ শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দেয়া আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দির ওপর দুই দিনব্যাপী জেরা শেষ হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আজই নেয়া হবে নাহিদ ইসলামের সাক্ষ্য।


জানা যায়, জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শেষ পর্যায়ে রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্যগ্রহণ অধ্যায়।


এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২- এ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com