ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৮
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোদালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।


বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপি'র দু গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায় এ সময় অপর বিএনপি নেতা টুকু মুন্সি গ্রুপের লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করার সময় আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমান সহ তার ভাই শোয়েব মাছ ধরতে নিষেধ করেন।


সে সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তারই জের ধরে গতকাল হরিশংকরপুর ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতির জানাযার নামাজ শেষ করে শোয়েব বাড়ি ফিরছিলেন এ সময় টুকু মুন্সি গ্রুপের লোকজন তার উপরে হামলা করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরই জের ধরে আজ সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত ১২ জন আহত হন । পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান এ ঘটনায় অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হচ্ছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com