কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাঙচুর: তদন্ত কমিটি গঠন, মামলার প্রস্তুতি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮
কক্সবাজার স্টেডিয়ামে হামলা-ভাঙচুর: তদন্ত কমিটি গঠন, মামলার প্রস্তুতি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের স্টেডিয়াম ভবনসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও তাণ্ডব চালানোর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।


শনিবার (১৩ সেসপ্টেম্বর) শহরের ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।


এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।


মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দুটি তদন্ত কমিটি করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে তিন সদস্যের কমিটি কাজ করবে হামলা ভাঙচুরের বিষয়ে আর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি কমিটি কাজ করবে অতিরিক্ত টিকিট বিক্রি ও কালোবাজারির বিষয়ে।


তিনি বলেন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তেজিত দর্শকরা ভাঙচুরের পাশাপাশি যে তাণ্ডব চালিয়েছে, তার কারণ দ্রুত তদন্ত করে বের করবে কমিটি। এ ছাড়া এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


পাশাপাশি ঘটনায় ক্ষতক্ষতি নিরূপণে গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক সালাহ্উদ্দিন।


এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন বলেন, এ ঘটনায় জেলা ক্রীড়া সংস্থা বা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে মামলা নথিভুক্ত করা হবে।


ধারণ ক্ষমতার বেশি দর্শক স্টেডিয়ামে প্রবেশ করেছিল এবং অনেকে টিকেট সংগ্রহ করেও ভিতরে ঢুকতে না পারায় দর্শকরা উত্তেজিত হয়ে এই তাণ্ডব চালিয়েছে বলে মনে করেন পুলিশ সুপার।


তিনি বলেন, ঘটনার সময় অন্তত ৫০ হাজারের মত দর্শক স্টেডিয়ামের ভেতরে ছিল। এ সময় টিকেট কেটে অসংখ্য দর্শক প্রবেশের জন্য স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করছিলেন।


দর্শকদের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা কম ছিল জানিয়ে সাইফউদ্দীন শাহীন বলেন, পুলিশসহ অন্য বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে।


কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলার ছিল শুক্রবার। রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যে বেলা ৩টায় ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. রেদোয়ান উল হক বলেন, বেলা ১১ থেকে গ্যালারিতে প্রবেশ করেন দর্শকরা। দুপুর ২টার মধ্যেই ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ করে গ্যালারিতে। এক পর্যায়ে উত্তেজিত দর্শকরা প্রবেশ গেইট ভেঙে মাঠে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যে পুরো মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। এতে মাঠে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করে। এতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াসমিন চৌধুরী, সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, একাধিক পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ অন্তত ৩০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।


হামলা-ভাঙচুরে ব্যাপক ক্ষতির কথা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার একাধিক সদস্য। এমন অতিরিক্ত দর্শক ঢুকে পড়ার অন্যতম কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত টিকিট বিক্রি। জেলা ক্রীড়া সংস্থার সদস্য রিদোয়ানুল হক বলেন, তিনি ১৩ হাজার সিরিয়ালের টিকিটও দর্শকদের হাতে দেখেছেন।


ক্রীড়া সংস্থা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফাইনাল খেলা ঘিরে অন্তত ১৫ থেকে ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে নানাভাবে। তাই টিকিট কেনা দর্শকরা খেলা দেখতে চাইবেন এইটাও স্বাভাবিক।


জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুর বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের বর্তমান গ্যালারির ধারণ ক্ষমতা ৫ থেকে ৬ হাজার। খুব বেশি হলে সাত হাজার পর্যন্ত ধারণ ক্ষমতা রয়েছে।


অনাকাক্সিক্ষত ঘটনার জন্য টিকিট বিক্রিসহ ফাইনাল খেলা ঘিরে ক্রীড়া সংস্থার নানা অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ক্রীড়াবিদ অনুপ বড়ুয়া অপু।


বিবার্তা/ফরহাদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com