
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চুয়াডাঙ্গা সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাউসপুল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হলেও, কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় পরে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]