
র্যাব-৯ এর পৃখক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে ১২৩ কেজি গাঁজা উদ্ধার ও ২ জন গ্রেফতার।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও টহল ডিউটি করাকালীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর বাজারে অবস্থানকালে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমনিক ৬টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে সংবাদে সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের সময় র্যাবের টহল টিমটি ঘটনাস্থলে পৌঁছামাত্র ৩ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে ২ জন ব্যক্তিকে আটক করে। এবং অপর ১ জন ব্যক্তি পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে থাকা পরিত্যক্ত মুরগীর ফার্মের ভিতর ৪টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তিতে তাদের নিজ হাতে বাহির করে দেওয়া ৫১টি বান্ডিল ও ১ পোটলা নীল রঙয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০৩ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ জিসান ভুঁইয়া (২২), পিতা- আবদুল হালিম ভুঁইয়া, বায়েক, কসবা, ব্রাহ্মনবাড়ীয়া এবং মোঃ জাহাঙ্গীর (২৫), পিতা- আবাল হোসেন, ওয়াইগ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পলাতক ব্যক্তির সহিত পরস্পর যোগসাজসে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে।
এছাড়াও অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল আনুমনিক ৯.২০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌরসভার অন্তর্গত আখাউড়া বাইপাস রেলক্রসিং এলাকা থেকে রাস্তার উত্তর পাশে আগাছার ঝোপ হতে
১টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১৩টি বান্ডিলে ২০ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]