
শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের দুই দিন পর মো. ইলিয়াস (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইলিয়াস গান্ধিগাঁও এলাকার কালু গাজীর ছেলে ও স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মো. নাজমুল নামের একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিহতের পরিবার জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয় ইলিয়াস। এরপর আর বাড়িতে ফিরেনি সে। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শুক্রবার গভীর রাতে গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, খবর পেয়ে ইলিয়াসের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নাজমুল নামের এক মুরগির খামারিকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হতে পারে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কালঘোষা নদীতে ফেলতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]