
রাজবাড়ীর পাংশার বালুবাহী ড্রামট্রাকের চাপায় রবিউল ইসলাম রজব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম রজব রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানায়, রবিউল ইসলাম টাকা উত্তোলনের জন্য পাংশা ব্যাংকে যাচ্ছিলেন। এসময় তিনি মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌছালে পেছন থেকে দ্রতগতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলেই তিনি মারা যান।স্থানীয়রা ট্রাক চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে একটি ড্রাম ট্রাকের চাপায় তিনি মারা গেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]