হিলিতে ভোক্তা অধিকারের অভিযান ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে একটি মুদিখানা ও একটি হোটেলসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে হাকিমপুর হিলি হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিনের নেতৃত্বে যৌথ ভাবে এই অভিযান চালানো হয়।


এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে রেজা ফার্মাসিকে ৪ হাজার, ইশরাক ফার্মাসীকে ৩ হাজার ও সোহান ফার্মাসীকে ২ হাজার ৫'শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মিঠুর মুদিখানা দোকানে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে লিটন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com