গুম হওয়া আল আমিনের বাবা
ছেলে জীবিত না থাকলে হাড়গোড় ফিরিয়ে দেয়া হোক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৩:৫৭
ছেলে জীবিত না থাকলে হাড়গোড় ফিরিয়ে দেয়া হোক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুম হওয়া ছেলেকে ফিরে পাওয়ার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে তাদের পরিবারের স্বজনসহ স্থানীয়রা।


শনিবার(৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করে মানবাধিকার সংগঠন অধিকার।


মানববন্ধনে বক্তব্য রাখেন গুমের শিকার ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম, আল আমিনের বাবা মনু মিয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, কলেজ শিক্ষক শেখ সাজ্জাদ হোসেন, মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রণিক ও অধিকারের পঞ্চগড়ের ফোকাল পারসন সাংবাদিক সফিকুল আলম।


এ সময় বক্তারা জানান, বিগত সরকারের সময়ে সারা দেশে শত শত মানুষকে গুম করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখনও অনেক বাবা মা তার সন্তানের অপেক্ষার প্রহর গুণছেন। তাই দ্রুত প্রত্যেক গুমের শিকার ব্যক্তিকে খুঁজে বের করাসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সাথে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান তারা।


মানববন্ধন শেষে তারা একটি র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ক্যাম্প এলাকার মিডিয়া হাউজে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইমাম হোসেন বাদলের মা মিনারা বেগম জানান, ২০১২ সালের ৫ মার্চ ঢাকার ফার্মগেট এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যায় ইমাম হোসেন বাদলকে। এখন পর্যন্ত তার কোন হদিস মিলেনি।


এদিকে পঞ্চগড়ে ৫ জুলাই সরকার পতনের আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি শহরের রামের ডাঙ্গা এলাকার মনু মিঞার ছেলে আল আমিন। এখনও তাদের মা-বাবা তাদের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। তাদের দাবি তাদের ছেলে যদি জীবিত না তাকে তাহলে তাদের হাড়গোড়গুলো তাদের কাছে ফিরিয়ে দেয়া হোক।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com