পঞ্চগড়ে সেচ্ছাশ্রমে সড়ক মেরামত করল শিক্ষার্থীরা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১:৪৩
পঞ্চগড়ে সেচ্ছাশ্রমে সড়ক মেরামত করল শিক্ষার্থীরা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মালাদাম বাজার হতে নলেহাপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে খানাখন্দে ভরা। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সড়ক জুড়ে কাঁদাপানির কারণে চলাচলে ভোগান্তি।এতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী সহ চলাচল করা দুই সহস্রাধিক মানুষজন। ভোগান্তি লাঘবে মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সহ শিক্ষকেরা সোমবার (১১ আগষ্ট) দুপুরে স্কুল বিরতিতে সড়কের কাঁদা সড়িয়ে যানচলাচলের জন্য সাময়িক উপযোগী করা হয়।এসময় খানাখন্দে বালি দিয়ে ভরাট করা হয়।তবে স্থায়ী ভোগান্তি লাঘবে সড়কটি পাঁকাকরণের দাবি শিক্ষার্থী সহ স্থানীয়দের।


মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জুই আক্তার বলেন,সড়কটি দিয়ে বিদ্যালয়ে আসতে খুব কষ্টের মুখোমুখি হচ্ছি। দাদার কারণে সড়ক দিয়ে হাটা যায় না।তারপরে যেখানে সেখানে বড় বড় গর্ত।আমরা অনেক সময় পড়ে গিয়ে বই ভিজে যায়।


বুড়িরবান এলাকার বাসিন্দা প্রসন্ন চন্দ্র রায় বলেন, সড়কটি দিয়ে অন্তত তিনটি ইউনিয়নের ২০ হাজারের বেশি মানুষজন যাতায়াত করেন। প্রতিদিন স্থানীয় ময়দানদিঘী বাজারে কৃষিপন্য নিতে ভোগান্তি পোহাতে হয়।ভ্যানে করে পন্য নেয়া যায় না।


মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, মালাদাম বাজার হতে ময়দানদিঘি সড়কটি প্রায় এক কিলোমিটার জুড়ে খানাখন্দে ভরা।স্থানীয়ভাবে ইউপি সদস্য ও বিদ্যালয়ে থেকে আমরা সড়কের সংস্কারে একাধিকবার কাজ করেছি। কিন্তু সড়কটিতে কোনভাবেই খানাখন্দ বন্ধ করা যাচ্ছে না। তাই অতি দ্রুত সড়কটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


ধাক্কামারা ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, সড়কটি প্রতিবছরই ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা হচ্ছে।তবুও খানাখন্দ বন্ধ করা যাচ্ছে না।মানুষজন অনেক কষ্ট করে সড়কটি দিয়ে চলাচল করছে।সড়কটি পাকাকরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ করছি।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com