পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:০৫
পঞ্চগড়ে ছাত্রদলকর্মী জয় হত্যাকাণ্ড: ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় জেলা শহরে ছাত্রদলকর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় (১৯) হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১০ থেকে ১১ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহত জয়ের বড় ভাই মো. আশরাফ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন।


এদিকে গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল হোসেন ঝুনু। তিনি সেচ্ছাসেবক দলের পঞ্চগড় পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব ছিলেন। যাকে ঘটনার পরপরই আটক করে গ্রেপ্তার দেখানো হয়।


মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাবেদ উমর জয় ও তার বন্ধুরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে যুক্ত ছিলেন। অন্যদিকে অভিযুক্ত আল আমিন, পারভেজসহ বাকিরা মাদকসেবী ও বিক্রির সঙ্গে জড়িত। এ নিয়ে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে জয়কে ডেকে নিয়ে পেটে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে জয়ের ভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে ।


উল্লেখ্য, বুধবার রাতে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে জয়ের ওপর হামলার ঘটনা ঘটে। পরদিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ করে নিহতের সহপাঠী, বন্ধু ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালেও পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com