
জামালপুরের সরিষাবাড়ীতে রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থী কতৃক হেনস্থা করার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
৩ আগস্ট, সোমবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর রৌহা নান্দিনা চুনিয়াপটল বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের রৌহা নান্দিনা চুনিয়াপটল (আরএনসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি চুনিয়াপটল গ্রামের মনোহর ফকিরের ছেলে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ইউসুফ আলীর বাবা-মাকে স্কুলে আসতে বলেন প্রধান শিক্ষক। কিন্তু ইউসুফ তার অভিভাবকদের আনতে অস্বীকার করলে শিক্ষক-ছাত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসিকে ওই শিক্ষার্থী হেনস্থা করে।
এমন ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে সোশ্যাল মিড়িয়াসহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি রৌহা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষককে হেনস্থা করা ওই শিক্ষার্থীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও অরুণ কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। ওই শিক্ষার্থীকে বহিষ্কারসহ আইনের আওতায় আনতে হবে।’
এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিএসসি বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবকে আসতে বললে সে তার বাবা-মাকে আনতে পারেনি। ৭ বিষয়ে ফেল ও স্কুল ড্রেস পড়ে আসেনি সেটি বলাতেই ইউসুফ আমার সাথে খারাপ আচরণ করেছে
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ বলেন, বিক্ষোভ এর খবর শুনে ঘটনাস্থলে যাই এবং ওই শিক্ষার্থীর চূড়ান্ত বিচার করা হবে এমন আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]