
রাজশাহী নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে দুই মাথাওয়ালা এক কন্যাশিশুর জন্ম হয়।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টা দিকে শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছে শিশুটি। জন্ম দেয়া বিরল প্রকৃতির শিশুটির মায়ের নাম সুমাইয়া। তিনি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকার বাসিন্দা। সুমাইয়ার স্বামীর নাম গোলাম আযম। পেশায় গোলাম আযম একজন মুদি দোকানি।
শিশুটির বাবা গোলাম আজম বলেন, ‘এক বছর আগে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। এটি আমাদের প্রথম সন্তান। কয়েকবার স্ত্রীকে চেকআপ করিয়েছি।
বেশ কয়েকবার আলট্রাসনোগ্রাম করানো হয়। তখন জেনেছিলাম যে পেটে দুই মাথাওয়ালা নবজাতক শিশু রয়েছে। সবশেষ শনিবার রাতে সিজার করে বাচ্চা হয়েছে। পরে ডাক্তাররা তাকে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করতে বলেছেন। তাই সরকারি হাসপাতালে ভর্তি করেছি।
রামেক গাইনি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি সম্ভবত যমজ ছিল। কিন্তু কোনো কারণে মাতৃগর্ভে সঠিকভাবে শারীরিক বিকাশ না হওয়ায় একটি শরীরের সঙ্গে অন্য শরীর জোড়া লেগে যায়। অনেক সময় এটি হয়ে থাকে। আর সেই কারণেই শিশুটি জোড়া অবস্থায় গর্ভে বড় হয়েছে এবং জন্ম নিয়েছে।
এ বিষয়ে রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, বর্তমানে নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ধরনের নবজাতকের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।
বিবার্তা/অসীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]