চাঁদা দাবি করে ধরা ভুয়া এনএসআই
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:১৭
চাঁদা দাবি করে ধরা ভুয়া এনএসআই
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা সেজে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


রবিবার (৩ জুলাই) রাতে এনএসআই-এর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের সরাসরি অংশগ্রহণে সেনাবাহিনী ও গুরুদাসপুর থানা পুলিশের যৌথ অভিযানে ওই যুবককে গ্রেফতার করা হয়।


আটককৃত যুবক নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর পৌরসভার খামারনাচকৈড় মহল্লার বাসিন্দা এবং মো. মকবুল হোসেনের ছেলে।


জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআই-এর মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে দুদকের ভুয়া চিঠি তৈরি করে নাটোর জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গুরুদাসপুর খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গত তিনদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে খাদ্য গুদাম পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।


বিষয়টি জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তারা জেলা প্রশাসককে অবহিত করলে, জেলা প্রশাসক নিশ্চিত করেন যে চিঠিটি সম্পূর্ণ ভুয়া। এরপর অভিযুক্তকে হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা নেয়া হয়। রবিবার রাত ৮টার দিকে চাঁদার অর্থ নেওয়ার জন্য আসলে ওত পেতে থাকা সেনাবাহিনী, থানা পুলিশ ও এনএসআই সদস্যরা তাকে গ্রেফতার করে।


এ ঘটনার সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল হক খন্দকার, সহকারী কর্মকর্তা শাহাদৎ হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com