নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৬:১২
নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছেন।


রবিবার (৩ আগস্ট) ভোরে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আযান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন বুলু মিয়া। এসময় মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ফজরের নামাজ পড়তে অসা স্থানীয় মুসল্লিরা তাকে অচেতন অবস্থায় দেখে লোকজন ডাকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধর করে।


নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কারও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনার অপমৃত্যু মামলা দায়ের কার হয়েছে।


বিবার্তা/মনিরুজ্জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com