সারাদেশ
পঞ্চগড়ে হয়রানি ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২৩:২৪
পঞ্চগড়ে হয়রানি ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ে ভুয়া ব্যাংক একাউন্ট ও জমির জাল দলিল করে হয়রানি, মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।


রোববার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় পঞ্চগড় মিডিয়ার হাউজ হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।


এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী মির্জা আব্দুল বাকী।


তিনি বলেন, ২০২২ সালে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় ভূক্তভোগীর প্রায় ২৫.৬২ শতক জমি পারিবারিক প্রয়োজনে বিক্রি করতে গেলে দেখেন স্থানীয় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য দেলদার রহমান দিলু জমির জাল কাগজ তৈরী করে দখলে নিয়েছেন। পরে দলীল বাতিলের মামলা করা হলে আদালত নিষেধাজ্ঞা দেন ওই জমির উপর। পরে তিনি জমি কব্জা করতে না পেরে ভূক্তভোগীর নামে ঢাকার আগারগাঁওয়ে অগ্রণী ব্যাংক শাখায় একটি ভূয়া একাউন্ট খোলেন। এভাবে দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি একাউন্ট খোলেন। পরে সেসব ব্যাংকে চেক ডিজওনারের মামলা দায়ের করা হয়। এভাবে দীর্ঘদিন ধরে দেলদার রহমান দিলুর অসংখ্য মানুষজনকে হয়রানি করে আসছেন বলে অভিযোগ করেন তিনি।


অবিলম্বে তার অপকর্ম বন্ধে সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আসেকি রব্বানী, এবিএম জয়নাল ইসলাম খান সহ জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তবে অভিযুক্ত দেলদার রহমান দিলু চেক ডিজওনারের মামলায় জেল হাজতে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি৷


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com