
বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মুদি দোকানে জরিমানা করা হয়েছে। দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রর্দশন না করার অভিযোগে এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আব্দুল বাকী’র মুদি দোকনে দৃশ্যমান স্থানে হালনাগাদকৃত মুল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে দোকান মালিক আব্দুল বাকীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকারের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]