পাবনায় ছয় শতাধিক এতিম শিশুদের নিয়ে ফল উৎসব
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ২১:০১
পাবনায় ছয় শতাধিক এতিম শিশুদের নিয়ে ফল উৎসব
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনায় ছয় শতাধিক এতিম শিশু, হাফেজ ও আলেম দের নিয়ে ফল উৎসব করেছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী মাহমুদন্নবী স্বপন।


রবিবার (১২ জুলাই) বিকেলে পৌর এলাকার পুরাতন বাঁশ বাজার আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদরাসা দারুল হাদীস এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মাহমুদন্নবী স্বপন বলেন, ফল মৌসুমে এতিম শিশুরা তাদের ইচ্ছেমতো ফল খেতে পায়না এর জন্যই আজকের এই ফল উৎসবের আয়োজন। যাতে করে শিশুর স্বাচ্ছন্দ ফল খেতে পারে এবং আনন্দ উল্লাস করতে পারে। সেই সাথে মসজিদ ও মাদ্রাসার হাফেজ ও খাদেমরাও এই ফল উৎসব ফল খেতে পারে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে। ফল উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম আরো প্রানবন্ত ও মনোবিকাশ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক আজাদুন্নবী কাজল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম টিটু, শহীদ সরকারি বুলবুল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মেহেদী হাসান খান বাবন, পৌর বিএনপি নেতা ফরিদ হোসেন, বিএনপি নেতা শিবলী তালুকার, জেলা যুবদলের সদস্য বাহার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব আকাশ, সদস্য এস এম আদনান উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক রুমন আকতার, গোলাম মাহবুব সুজন, পৌর ছাত্রদল নেতা তামিম হোসেন রত্ন সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com