
সিংড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল পৌর শহরের বায়তুন নূর জামে মসজিদে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুস্তম আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, উপজেলা জামায়াতের আমির আব এম আমানুল্লাহ, পৌর জামায়াতের আমির প্রভাষক মাওলানা সাদরুল উলা এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি এন্তাজ আলী।
আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল মুন্নাফ, কর্মপরিষদ সদস্য মতলেবুর রহমান এবং অধ্যক্ষ শহিদুল ইসলাম।
সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলী আকবর। সভাটি পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]