
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ২৪৪ টাকা, বাজেটে উছৃত্ত ধরা হয়েছে ৩৮ লাখ ৭০ হাজার ৭৫৬ টাকা।
সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মাজহারুল ইসলাম।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি খাতুন, উপজেলা পরিষদের সিএ মাহবুব হোসেন'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]