সারাদেশ
নড়াইলে নিজের ভিটায় ফিরতে দ্বারে দ্বারে ঘুরছে শুভা রাণী বিশ্বাস
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৭
নড়াইলে নিজের ভিটায় ফিরতে দ্বারে দ্বারে ঘুরছে শুভা রাণী বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এক বিধবা বৃদ্ধার জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের রতডাঙ্গা গ্রামে। ভুক্তভোগী শুভা রাণী বিশ্বাস (৫০) নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা একই গ্রামের মৃত গোবিন্দ অধিকারীর ছেলে শুসান অধিকারী ও সমীর অধিকারী।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯ শতক জমির ওপর থাকা দু’টি ঘর ভেঙে সেখানে নতুন করে ঘর নির্মাণ করছে শুসান অধিকারী ও সমীর অধিকারী।


শুভা রানী তার লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত শুসান অধিকারী ছোটবেলা থেকে শুভা রানীদের বাড়িতে থেকে তাদের জমিতে কাজকর্ম করত। গত বছর শুভা রাণীর স্বামী মারা যাওয়ার পর থেকে শুভা রাণী একাই বসবাস করে আসছে ওই বাড়ি। গত ১২ ফেব্রুয়ারি শুসান ও সমীর লোকজন নিয়ে শুভা রাণীর বাড়িতে এসে তার ঘরবাড়ি ভেঙে ফেলেন। এসময় শুভা রাণী বাড়ি ভাঙতে বাধা দিলে শুসান বলে, তোমার স্বামী আমাদের দুই ভাইয়ের কাছে জমি লিখে দিয়েছে, তুমি বাড়ি খালি করে দাও। বাধ্য হয়ে ওইদিনই শুভা রাণী নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ করেন।


শুভা রাণী জানান, আমার স্বামী জমি লিখে দিলে তো আমি জানতাম। ওরা জাল দলিল করে জমি দখল করেছে। এ নিয়ে আদালতে ৩/৪ বছর ধরে মামলাও চলছে। আদালত এখনও কোনো রায় দেয়নি। ঘরবাড়ি ভাঙতে এলে আমি বাঁধা দিয়ে ছিলাম, ওরা শোনেনি। পরে থানায় অভিযোগ দিয়ে এসে দেখি,ঘরের মেঝের মাটি পর্যন্ত কেটে ফেলেছে।


অভিযুক্ত শুসান অধিকারী জানান, ঘরবাড়িসহ এই জমি আমার কেনা। তাই ভেঙে নতুন করে ঘর তৈরি করছি। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান বিষয়টি স্বীকার করে শুসান অধিকারী বলেন,মামলায় এখনও কারও পক্ষে রায় হয়নি। তবে আদালত আমাকে জমিতে উঠতেও নিষেধ করিনি।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান,অভিযোগ পাওয়ার পর বিট অফিসার পাঠিয়ে ছিলাম। জানা যায় নিজেরা নিজের বাড়ি ভেঙে ঘর তৈরি করছে, তবে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com