
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এ দন্ড প্রদান করেন।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরে বিভিন্ন স্থানে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়।
এসময় গাঁজাসহ ফেনী সদর উপজেলার বিজয় দাসের ছেলে জুটন দাস (২১), মোটবী ইউনিয়নের বিজয় দাসের ছেলে প্রসেনজিৎ দাস (১৮) ও ভোলা জেলার অলি উল্লাহর ছেলে মাজহারুল ইসলাম (২৩) আটক করা হয়।
গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুটন দাশ ও প্রসেনজিৎ দাশকে একমাস কারাদণ্ড এবং মাজহারুল ইসলামকে ১৫ দিন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া প্রত্যেককে একশত টাকা হারে জরিমানা প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা ব্যাপি অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]