
কুষ্টিয়ায় বিভিন্ন সময় উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার মিরপুর ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
ধ্বংস করা এসব মাদকের মধ্যে ছিল ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল আইস ম্যাথ, যৌন উত্তেজক ট্যাবলেট
ও পাতার বিড়ি সহ নানা ধরনের মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয় গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক আটক করা হয়। ধ্বংস করা মাদকের মূল্য ৭৪ কোটি ৩১ লাখ টাকা বলে বিজিবি জানায়।
এ সময় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মাহবুব
মুর্শেদ রহমান সহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্ত/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]