
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ (৪৫) এবং একই উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ইউপি চেয়ারম্যান শামিমকে নিজ বাড়ি পুঠিহার গ্রাম থেকে গ্রেপ্তার করে এবং উপজেলার দাউদপুর এলাকা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সবুজ কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন।
শামিম চেয়ারম্যান উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের পুঠিহার গ্রামের মতিয়ার রহমানের ছেলে এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সবুজ দাউদপুর বাজার এলাকার আবু বক্কর মণ্ডলের ছেলে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত নবাবগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আজ দুপুরের পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]