
রাজশাহীর মোহনপুরে বসতবাড়ির বাইরের অংশে চালে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের ডুমরিয়া গ্রামে এ ঘটনা ঘটায় দুষ্কৃতকারীরা।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মৌগাছি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে রাতের আধারে নাজিমুদ্দিনের ছেলে আলামিনের বাড়ির বাইরের অংশ আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতকারীরা। আগুনে খড়ি ও পাশের গাছ পোড়ার গন্ধে বাড়ির ভিতর থেকে সকলে বের হয়ে আসে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা কয়েকটি মোটর পাম্পের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এবিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]