নরসিংদীতে
মাজার আখড়ায় হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮
মাজার আখড়ায় হামলা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে সুফী দরবার, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


৩০ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব সুফী সংস্থা নরসিংদী জেলা শাখা আয়োজিত এ মানববন্ধনে জেলার ৬ উপজেলার সুফী দরবার শরীফ, মাজার ও আখড়ার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন কে এম শাহনুর শাহ (বাবু), মোকলেছুর রহমান বাবু, মুফতি রেজাউল করিম, শাহ ড. মোহাম্মদ আলাউদ্দিন, আফতাব জিলানী, গিয়াস উদ্দিন সরকার, রাজু মোল্লা, মিয়া মোহাম্মদ বাদশা, গোলজার হোসেন সরকার, আনোয়ার হোসেন, শাহ রুহুল আমিন আহম্মদ চিশতি, নূরে আলম প্রমুখ।


বক্তাগণ বলেন, সম্প্রতি নরসিংদী জেলাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সূফী দরবার শরীফ, মাজার ও আখড়ায় হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এসকল মাজারের নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি। এসকল ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধ শেষে জেলা প্রশাসকের নিকট স্মরকলিপি প্রদান করা হয়।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com