ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে এতো বৈষম্য কেন: পিসিপি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৬
ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে এতো বৈষম্য কেন: পিসিপি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি এনসিটিবি বাতিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমর্থিত পিসিপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মধুপুরস্থ সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করে। এতে আদিবাসী স্বীকৃতির ৫ দফা দাবি তুলে সংগঠনটি।


এতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা লিখিত বক্তব্য তুলে ধরেন। এছাড়াও পিসিপি কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বিজয় চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পিসিপি সভাপতি প্রীতি চাকমাসহ নেতাকর্মীরা অংশ নেন।


ধর্ম নিরপেক্ষ বাংলাদেশে রাষ্ট্রে এতো বৈষম্য কেন মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কলিন চাকমা অভিযোগ করেন, পৃথিবীতে কোন জাতিকে পিছনে ফেলে সার্বিক অগ্রগতি লাভ করতে পারে না। তেমনি ভাবে বাংলাদেশে এগিয়ে নিতে হলে পার্বত্য চট্টগ্রামসহ গোটা দেশের আদিবাসীদের স্বীকার করে সাংবিধানিক নিশ্চয়তা প্রদান করতে হবে।


পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মনে করে, অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি।


সেই সাথে এনসিটিবি কর্তৃক আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পূর্ণ বহাল রাখা এবং আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, আত্মপরিচয় রক্ষার্থে অনতিবিলম্বে এনসিটিবি কর্তৃক মাধ্যমিক পাঠ্যপুস্তক বিশদভাবে লিপিবদ্ধ করার উদাত্ত আহ্বান জানান সংবাদ সম্মেলনে।


বিবার্তা/মামুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com