
কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জোড়া গোলে আবারও আর্সেনালকে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। এতে কারাবাও কাপের ফাইনালে উঠলো এডি হাওই'র দল।
ম্যাচের দুইটি গোল হয় দুই হাফে। ম্যাচের সপ্তম মিনিটে আলেকজান্ডার ইসাক নিউক্যাসলের হয়ে গোল করলে তা অফসাইডে বাতিল হয়ে যায়। তবে স্বাগতিকদের লিড পেতে দেরি করতে হয়নি। ১৯তম মিনিটে জ্যাকব মারফির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরই আর্সেনালের ফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে যায়।
দ্বিতীয় হাফের সপ্তম মিনিটে দ্বিতীয় গোল পায় নিউক্যাসল। গোলরক্ষকের ভুলে বল পেয়ে যায় নিউক্যাসল। ডিফেন্ডার ফ্যাবিয়ান শারের পাস থেকে গোল করেন অ্যান্টনি গর্ডন।
প্রথম লেগেও ২-০ ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। শুধু তাই নয়, নিউক্যাসলের বিপক্ষে এবারের প্রিমিয়ার লিগে প্রথম দেখায়ও হেরেছিল গানাররা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট পাঁচটি ম্যাচে হারল আর্সেনাল, এর তিনটিই নিউক্যাসলের বিপক্ষে।
এদিকে এফএ কাপ থেকে আগেই ছিটকে গেছে আর্সেনাল। এবার শেষ হলো লিগ কাপের পথচলাও। তবে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আছে দলটি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]