অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯
অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা। সময়সূচি নিয়ে জটিলতার অবসান ঘটিয়ে আগামী বছরের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।


বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিন বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।


বাংলা একাডেমি জানিয়েছে, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com