ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে নতুন ইউএনওর মতবিনিময়
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০০:০৮
ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে নতুন ইউএনওর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিন মাহমুদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. গোলাম কবির, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ কবিরসহ সাংবাদিক মো. রবিউল ইসলাম, মো. ময়নুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. জামিন হোসেন, আলী হায়দার রোমান, মো. সেলিম রেজা মুক্তা, মো. ইয়াকুব আলী ও মো. আমিনুল ইসলাম।


আলোচনা সভায় ইউএনও শাহিন মাহমুদ সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রাস্তাঘাট উন্নয়ন, সরকারি সেবা সহজীকরণ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় হয়।


নতুন ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ভোলাহাট উপজেলাকে একটি উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com