
সিলেট ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একরাতে তিন মোটরসাইকেল আরোহীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এদের মধ্যে সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন ও চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়ন এলাকার তেরমাইল নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান। এ ঘটনায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)। আহত দুজন হলেন, জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র।
তিনি বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।
অপর দিকে বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ (৪৫)। তিনি পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় তিনি চট্টগ্রামের চাক্তাই এলাকায় ‘কুলিং কর্নার’ নামে একটি চা-ঝাল বিতানের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতু দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরিদ। এ সময় পেছন দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সেতুর ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রায় ১০০ মিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘বাসটি খুব দ্রুতগতিতে ছিল। হঠাৎ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর বাইকটি বাসের নিচে পড়ে যায়।’
আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্ণফুলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাস্থলে উপস্থিত কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি শনাক্ত করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]