মেসি-সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬
মেসি-সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বহুল আলোচিত গোট ট্যুরের অংশ হিসেবে আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও সুয়ারেজ এখন ভারতে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে তিনি পা রাখেন কলকাতায়। দুপুর নাগাদ শহরটির সল্ট লেক স্টেডিয়ামে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলিউড তারকা শাহরুখ খান, সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আব্রাম খানও।


এই সফরে মোট চারটি শহর ঘুরবেন মেসি— কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। এবার তার আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য। আজই ভাস্কর্যটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে মেসির অংশ নেওয়ারও কথা রয়েছে।


শনিবার দুপুর ১২টা নাগাদ মেসির সঙ্গে শাহরুখ খান সাক্ষাৎ করবেন—এটি তার ট্যুরেরই একটি অংশ। এরপর মমতা ব্যানার্জি ও সৌরভ গাঙ্গুলির সঙ্গেও সাক্ষাৎ করবেন মেসি। দুপুর আড়াইটা নাগাদ হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা মেসির।


সেখানে রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ হবে। সেখানে অংশ নেবেন মেসি এবং তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। এরপর থাকছে কনসার্টের আয়োজন।


পরের দিন অর্থাৎ, রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশগ্রহণ করবেন মেসি। সাড়ে ৪টায় সেলিব্রেটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সাড়ে ৫টায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে অনুষ্ঠান, এরপর অনুষ্ঠিত হবে চ্যারিটি ফ্যাশন শো।


পরের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন লিওনেল মেসি। দুপুর ২টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে অনুষ্ঠান, যেখানে মিনার্ভা একাডেমির খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হবে। তিন দিনের এসব আয়োজন শেষে সন্ধ্যা ৭টায় বিদায় নেবেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com