বিশেষ প্রতিবেদন
এক খরচে একাধিক ফলন, কৃষকের আগ্রহ বেড়েছে দ্বিগুণ
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:১২
এক খরচে একাধিক ফলন, কৃষকের আগ্রহ বেড়েছে দ্বিগুণ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে আবহাওয়া অনুকূলে থাকায় আগাম শীতকালীন সবজি বাণিজ্যিকভাবে এক খরচে একই জমিতে একাধিক ফলন উৎপাদন করছেন প্রান্তিক কৃষকরা। এতে কৃষকদের শীতকালীন সবজি উৎপাদনে ব্যয় কমেছে। স্বল্প সময়ে এধরনের শীতকালীন সবজি বানিজ্যিক ভাবে উৎপাদনের পরামর্শ দিয়ে আগ্রহী করে গড়ে তুলছেন কৃষি বিভাগ।


কৃষি অফিসের তথ্য মতে, এ বছর রবি মৌসুমে শীতকালীন মিশ্র সবজি চাষ হয়েছে প্রায় ২২০ হেক্টর জমিতে। এরমধ্যে বানিজ্যিকভাবে বেশি উৎপাদন হয়েছে লাল শাক, ধনিয়া, মুলা শাক। দেখা গেছে, কৃষকরা ভূট্টার আবাদের পাশাপাশি একই জমিতে বিভিন্ন ধরনের শাক চাষ করছেন। এতে ভূট্টা উৎপাদনে ব্যবহৃত সার-পানিতেই এসব শাক উৎপাদন করে বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবেও অনেকটাই স্বাবলম্বী হচ্ছেন তারা। বিশেষ করে যেসব কৃষকদের জমির পরিমান কম ও যারা পরিশ্রমী তারাই এই মিশ্র সবজি চাষে আগ্রহী হচ্ছেন।


সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাত্রখাতা এলাকায় জমি থেকে শাক তুলছেন এক কৃষাণী। এসময় ভূট্টা ক্ষেতের পাশাপাশি লাল শাক লাগিয়েছে। এরআগে ওখানেই মুলা শাক ও ধনিয়াও চাষ করেছেন। জোবেদা বেগম নামে ওই কৃষাণী জানান, ভুট্টার আবাদের পাশাপাশি বিভিন্ন শাখের আবাদ এক জমিতে করছি। কারণ ভুট্টার জন্য সে সার দিয়েছি জমিতে তাতেই শাখের আবাদও হচ্ছে । এতে আমাদের খরচও কম হচ্ছে সাথে কিছু পয়সা পাইতেছি।


ওসমান গনি নামের আর এক কৃষক বলেন, এক জমিতে ভুট্টা ও লাল শাখ,মুলা শাখ আবাদ করেছি এতে আর বাড়তি খরচের দরকার হচ্ছে না।


চিলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, বিশেষ কিছু ফসলে সাথে কিছু বিশেষ যেমন সরিষার সঙে ধনিয়া এধরণের ফসলের মিশ্র চাষ করলে এ্যালিলোপ্যাথিক ইফেক্ট এর কারণে উভয় ফসল নানাভাবে উপকৃত হয়ে থাকে। কৃষি বিভাগ এ ব্যাপারে কৃষকদের সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করে আসছে। এছাড়াও আগাম যে মিশ্র সবজি চাষ হচ্ছে সেটির জন্য আবহাওয়া বা এখন যে আদ্রর্তা রয়েছে তা এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। তবে তাপমাত্রা যদি কমে যায় তখন ওই জমির চাষকৃত ভূট্টায় অর্থাৎ প্রধান যে ফসল রয়েছে সেটির উপর বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক মত পরিচর্যা করলে যেই জায়গা থেকে কৃষকরা উত্তরণ হবেন।


তিনি আরও জানান, বিভিন্ন ফসলের সাথে মিশ্র সবজি চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিশেষত ভুট্টা বপনের পর কষকগণ লাল শাক, মূলা শাক, পালং শাক, ধনিয়া সহ বিভিন্ন স্বল্পমেয়াদী সবজিবীজ বপন করছেন। ফলে বাজারে আগাম শাকসবজি সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং কৃষক ভালো দাম পাচ্ছেন। যেহেতু একই জমিতে একটি প্রধান ফসলের পাশাপাশি অন্যান্য স্বল্প মেয়াদী ফসল চাষ করে অতিরিক্ত আয় করা যায় সেহেতু কৃষি বিভাগ প্রতিনিয়ত কৃষকদের মিশ্র সবজি চাষে উৎসাহিত করে আসছে।


বিবার্তা/রাফি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com