ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামসুল আলম আর নেই
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:২৩
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক শামসুল আলম আর নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ও সাবেক সিনিয়র সচিব এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


শনিবার (২৬ জুলাই) রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।


শামসুল আলম ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালনকালে গৃহীত প্রকাশনা প্রকল্প, বিশ্বকোষ প্রকল্প, ইমাম প্রশিক্ষণ প্রকল্প, ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র প্রকল্প ও মসজিদ পাঠাগার প্রকল্প ইত্যাদি ব্যাপক খ্যাতি অর্জন করেন। তার প্রচেষ্টা আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, ইসলামি কমার্শিয়াল ইনস্যুরেন্সসহ বহু সংস্থা প্রতিষ্ঠিত হয়।


ইসলামি চিন্তাবিদ হিসেবে তাঁর অবদান স্মরণীয়। আধুনিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের নীতিমালা ও দিকনির্দেশনা নিয়ে তিনি লিখেছেন একশরও বেশি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার প্রতিটি রচনা সময়োপযোগী ও চিন্তাশীল সমাজ বিনির্মাণে সহায়ক হিসেবে বিবেচিত।


আজ বাদ জোহর রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com