ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে : নাহিদ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৪৫
ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে : নাহিদ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সেই দলকে আবার ক্ষমতায় আনার জন্য আশাবাদ ব্যক্ত করছে। তবে এ ধরনের ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।


সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, আমরা ২০০৮ সালে দেখেছি, ভারত ও বিভিন্ন বৈদেশিক শক্তি কীভাবে আওয়ামী লীগকে সমর্থন ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এনেছিল। এবার যদি আবার সেই ধরনের কোনো পরিকল্পনা করা হয়, সেটি দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে।


তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের নির্বাচনের মতো। তখন একটি দল আগেই মন্ত্রীসভা সাজিয়ে বসেছিল, তারা নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলাদেশের ছাত্র-জনতা ও মেহনতী মানুষ তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।


নাহিদ ইসলাম বলেন, ইনশাল্লাহ এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।


তিনি আরও অভিযোগ করে বলেন, একটি দলের শীর্ষ এক নেতা বলেছেন, তাহাজ্জুতের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তারা তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশের বীর কর্মীরাই এই ষড়যন্ত্র রুখে দেবে।


পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মিডিয়ার ভূমিকার সমালোচনা করে বলেন, বিগত দিনের মতো মিডিয়া যেভাবে আওয়ামী লীগের দালালি করে তাদের রক্ষা করতে পারেনি, এবারও তেমনি একটি দলকে রক্ষা করতে পারবে না। আমরা দেখছি, এখন আবার কিছু মিডিয়া একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। কিন্তু এবারও মিডিয়া তাদের রক্ষা করতে পারবে না।


এসময় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।


এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com