
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে।
এজন্য বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে মাছ ধরার ট্রলার ও নৌকাকে বুধবার বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ এড়াতে বলা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ক্রমান্বয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং আরও দুর্বল হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত নামাতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বুধবার বিকেল (২৯ অক্টোবর) পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হয়েছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]