
ঢাকাসহ দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকের হেলপার সহ পাঁচজন নিহত হয়েছেন। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী সামনের একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। নিহতরা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী বলে জানা গেছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাই। দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আরেকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে মারা যান। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী।”
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, “আমাদের এখানে দু’জনের মরদেহ রয়েছে। তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। একজনের বয়স আনুমানিক ২২ বছর এবং অপরজনের বয়স প্রায় ২০ বছর।”
দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দু’টি সড়ক থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
অপর দিকে ঝিনাইদহে বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার আলিমুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে সদর উপজেলার চারমাইল এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল হেলপার ও চালক। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এছাড়া ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকায় মাওয়ামুখী সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, সম্পর্কে তারা দুইজন বন্ধু।
পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস লেন দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]