
তিন দফা দাবিতে আজ (১৮ অক্টোবর) সারাদেশে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবে জুলাই যোদ্ধারা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের প্রত্যেক জেলা শহরগুলোর মহাসড়ক অবরোধ করা হবে।'
তাদের তিন দফা দাবিগুলো হলো—জুলাই অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং নির্যাতিত, আহত ও যারা পঙ্গুত্ববরণ করেছেন, তাদের বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে; শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
জুলাই যোদ্ধাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সৌরভ বলেন, 'দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে আমাদের বিরুদ্ধে হয়রানি বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি করা না হয়।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]